ইকনা: কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে ইসলামী বিশ্বের প্রসিদ্ধ ক্বারি রাগেব মুস্তাফা ঘোলুশের সুললিত কণ্ঠে সূরা বালাদের প্রথম তিন আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে ইসলামী বিশ্বের প্রসিদ্ধ ক্বারি রাগেব মুস্তাফা ঘোলুশের সুললিত কণ্ঠে সূরা বালাদের শেষ আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে
لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ ﴿۱﴾
(১) আমি শপথ করছি এ (মক্কা) নগরের,
وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ ﴿۲﴾
(২) যখন তুমি এ নগরে অবতরণ করেছ,
وَوَالِدٍ وَمَا وَلَدَ ﴿۳﴾
(৩) শপথ (তোমার) জনকের (আদমের) ও যা সে জন্ম দিয়েছে (তাঁর বংশধর নবিগণ ও তাঁদের স্থলাভিষিক্ত প্রতিনিধিদের)